১.
সুর
সুর যেন এক বুনোহাঁস,
যার গভীরে আমি
প্রতিদিন
বৃহস্পতির মতো জ্বলে উঠি
২.
তাল
পরী আমার পথজাগানিয়া
দুঃখ আমার দিনমান
দিনের তীক্ষ্ণ দিন,
মোহন তালে আমাকে বাজায়
৩.
লয়
সেতারের তার ভিজিয়ে রাখি,
শিশিরের জলে
একটি তারা শুধু আমার
একতারায় মরম আমার
আজীবন, বিলম্বিত লয়
৪.
ছন্দ
উপড়ে পড়াও একটা ছন্দ
রূপ ও কথা-র ছন্দের মতো
আমাকে রূপকথা শোনালো না মেয়ে,
আমি তবু তার ছন্দেই,
রোজ তারাবীথি আঁকি
৫.
গান
তুমি তো রবি ঠাকুরের রোদ্দুর
তুমি তো নজরুলের নাম
কি গান গেয়ে গেলে তুমি?
হে হৃদয়াভিরাম!
একটি মন্তব্য পোস্ট করুন