আমি ভাবতাম ভালবাসলেই থাকবে তুমি
'আমি ভাবতাম ভালবাসলেই থাকবে তুমি'
পথের ধারে থাকবে পড়ে গুল্ম গাথা
কৃষ্ণচূড়ায় লাগবে আগুন 
হাতের ভিতর হাতটি ধরে হাঁটব দুজন
দিনের শেষে ক্লান্ত যখন ফিরব ঘরে
তোমার বুকের নিবিড় ছায়ার সম্মোহনে
আমি ভাবতাম ভালবাসলেই উড়ব দুজন
 আকাশ ঘিরে মেঘ বৃষ্টির থাকবে খেলা
চাতক ঠোঁটে ঠোঁট ভেজাব যখন তখন
লাজবে ডানা অস্তরাগে গোধূলিবেলা
ফিরব নীড়ে, পায়রা আদর মাখব দুজন 
স্বপ্নসুখে তোমায় নিয়ে সারাবেলা
আমি ভাবতাম ভালবাসলেই আসবে তুমি
ফরাশ জুড়ে মাখবে আতর জ্যোৎস্নাঢালা
যুঁইয়ের মালা রেকাবিতে শিশির ভেজা 
বাজবে সেতার দরবারিতে দ্রুত ঝালায়
আমি ভাবতাম ভালবাসলেই তুমি হবে শুধু আমার 
আমি ভাবতাম...
ভালবাসলেই থাকবে তুমি
                         আসবে তুমি
                                হবে তুমি শুধু আমার। 
  
  
অনবদ্য কবি 🍂 আনন্দম
উত্তরমুছুনখুব সুন্দর ....অপূর্ব লেখনী ...❤️💕
উত্তরমুছুনঅসাধারণ 👌🏼👌🏼❤️
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন