কাঁটার শিরস্ত্রাণ

সহিংস আগুনের মুখে আমার আত্মা ট্যুইস্ট নেচে ওঠে,

উরুর যে ঘা গোপন করেছি এতকাল
একটানে আমার উরু নগ্ন ক'রে বালিকা হাসিতে ফেটে পড়ে,
তার গর্ভে ফাটা মেঘ
জরায়ুজল গড়িয়ে পড়ে আমার দগদগে উরুতে ;
মহৎ ক্যাকোফোনির ভিতর আমার আত্মা ট্যুইস্ট নাচে,
বালিকা হাসতে হাসতে আমার মাথায় পড়িয়ে দেয় কাঁটার শিরস্ত্রাণ

আমার সমস্ত কবিতায় গড়িয়ে নামে শুক্রমাখা রক্ত...





সৌমাল্য মুখোপাধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন