একটি সভার বিবরণ
চন্দনপুর স্কুলের মাঠে শুরু হয়েছে একটি সভা
যুবকটি এসেছে যুবতীকে একবার দর্শন করার জন্য
লাঠিতে ভর দিয়ে অশীতিপর এক বৃদ্ধ এসেছেন কিছুটা সময় কাটানোর মোহে
আমার মা এসেছেন তাঁর ছোটো ভাইকে একবার দেখবার জন্য
খবরের কাগজের লোকেরা এসেছেন খবরটা কাগজে ছাপানোর জন্য
ব্যস্ততম সময় বাঁচিয়ে নেতা এসেছেন একগুচ্ছ মিথ্যে প্রতিশ্রুতি দিতে
পুলিশ এসেছে ঐ নেতাকে সুরক্ষা দিতে
এক ভিখারী এসেছে কিছু খুচরো পয়সার লোভে
ফুচকোওয়ালা স্টল দিয়েছে সংসারের অভাব যদি কিছুটা মেটে
ফিলোজফির এক অধ্যাপক এসেছেন দুর্দান্ত ডিবেটের লোভে
আমার এক কবিবন্ধু এসেছেন কবিতার বিষয় খুঁজে নিতে
কয়েকজন ছাত্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষক এসেছেন রাষ্ট্রের স্বরূপ চেনাতে
পাড়ার উড়তি ছেলেগুলো এসেছে দাদার নামে জয়ধ্বনি দিতে
হুজুকপ্রিয় জনতা এসেছে ভিড় বাড়ানোর লোভে
ভিড়ের মধ্যে এক পকেটমারকে দেখলাম এক মাঝবয়সী ভদ্রলোকের পকেট কাটতে
কয়েকজন নারীকে প্রসাধনী দ্রব্য মেখে ঘুরতে দেখলাম
পরাজিত বিধায়ক এসেছেন নিমন্ত্রিত হয়ে
হেমন্তর বোন এসেছে উদ্বোধনী সংগীত গাইবার জন্য
কয়েকজন চাষী এসেছে ধানের দাম বাড়বে কিনা জানার জন্য
কয়েকজন পার্টির ছেলে বিলি করছে তাদের পার্টির মুখপত্র
দীপেন এসেছে তাঁর ভাইকে সভার অভিজ্ঞতা শেখাতে
একটা মোবাইল কোম্পানী বিজ্ঞাপনের দোকান দিয়েছে সভার মাঠে
বিরোধী পার্টির কয়েকজন এসেছেন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি শুনতে
পথচলতি কেউ কেউ থেমে যাচ্ছিল ব্যাপারটা কী হচ্ছে বোঝার জন্য
আর আমি এসেছি এই সবকিছুকে একসঙ্গে দেখব বলে |
একটি মন্তব্য পোস্ট করুন