মন কেমনের গল্পগাঁথা
কীসের জন্য থাকছো একা, আপনমনে সে গান ভুলে
যে গান আমরা গেয়েছিলাম মেঘ ভাসানো তাথৈ জলে।
কী কথা কও মনে মনে, বলতে পারো আমাকে তাও
হতেই পারি তোমার চলার ঢেউয়ের পরে পালতোলা নাও।
গাইতে পারি পথিক হয়ে চলার পথের শেষবেলা গান
শব্দবিহীন আমার চলা শুনবে তোমার আনমনা প্রাণ।
শুনতে পাচ্ছো গাইছি যে গান, রবিঠাকুরের গানের কলি?
না শুনলেও আক্ষেপ নেই, জানতে চাও তো তোমায় বলি।
মনে পড়ে? কাজলাদীঘির পাড়ে বসে সেই বড়শি ধরা?
বুক ঢিবঢিব পা টিপটিপ, মায়ের চোখেতে প্রথম পড়া?
সেই যে সেদিন দোলনায় দোল তুমিই আমায় দিয়েছিলে
বিকেল রোদে চড়ক মেলায় আমায় নিয়ে গিয়েছিলে…
দীঘির পাড়ে দাঁড়িয়েছিলে… আমার ছিল স্কুলের তাড়া
তোমার আমার স্যারের বাড়ি সেও তো ছিল একই পাড়া।
পাড়ে এখন ডাহুক ডাকে বুলবুলিতে ধান খেয়ে যায়
খাজনা নিতে আসে না কেউ আমাদের সেই আগের পাড়ায়।
দেবীস্মিতা দেব, আপনার
উত্তরমুছুনকবিতা ভালো লাগলো....
একটি মন্তব্য পোস্ট করুন