অঞ্জলি                                        

এখন পা রেখো না রাস্তায়
সোনালী বীজে নিহিত ছায়া। তিলোত্তমা উৎসব 
ব‍্যস্ত এঞ্জেল     ।।

কতো স্বপ্ন নিয়ে পাখি উড়ে যায় 
ডানায় আদিম রাত 
দাফন বেলা। কথার দ্রাঘিমা মুছে ফেলি      ।।

আমরা সব গুণে রাখছি কাচের গর্তে 
ওড়াচ্ছি বেলুন 
ফ্রডে পাকাচ্ছি হাত      ।।

অটোফেজি সন্ধ‍্যা উঠোন বরাবর 
১টি গান 
১টি ইতিহাস। প্রতিদিন ইমোলেশন      ।।






কথাসব

গো ব‍্যাক 
ফুরিয়ে আসছে অক্সিজেন 
ণিজন্ত কৃষ্ণকথা     ।।

আদিম কুশেরুকা ঢেকে দিচ্ছে অস্থি মাংস 
জেনুফ্লেকটেড শীত 
হিলহিলে শিফন 
আমরা পা রেখে পেরিয়ে যাচ্ছি রণক্ষেত     ।।

ঘুমঘরে মৃত শ্বাস 
বৃষ্টি নামে 
আর্টেরিতে ফিরে আসে শক্তি ও সাহস    ।।

কথা সব নষ্টালজিক      ।।






মিছিল 

ক্লান্ত দুপুর 
একগুচ্ছ কবিতায় একুশ 
ঘরপোড়া গরু
অনঘ সঞ্চারণ 

হাতে মাখছি আলকাতরা 
লুপ্ত খনি 
হা হুতাশ চিরকাল   

সায়র জলে শুকতারা 
হালকা সুবাস 
আমরা প্রতিদিন মৃত‍্যুমিছিলেই হাঁটছি 








হামিদুল ইসলাম 

Post a Comment

নবীনতর পূর্বতন