নীলাভ রাজেন্দ্র  


তোমাকে জলমগ্ন ভেলায় দেখেছি স্বপনে

বধিছে বজ্র , ভূ লুণ্ঠিত কামের নহবত্
বায়ু ওড়ে
চুল ওড়ে
রিপু জড়িয়ে দুনয়নে কাঁদে, সিঁদুরে ঐরাবত

তুমি হেসে চলো দীর্ঘ মালদহ পথ

সুললিত রোদ হাস্যরতি
কুহকীয়া চোখে, লাস্যগীতি

তখনো তুমি অজানা মননে, দৃশ্য বিহ্বল
পরিচিত আল পথে যেনো খারিফ ফসল

সময় আসবে
সময় দিগন্তে 

গতকাল ছিল বর্ষা ঘন রাত

জাহ্নবী জল অন্ধকারে মাতাল
পাগল মন শয্যা গন্ধে  দাঁতাল

পয়োধি দ্বিজ ঘৃতকুমারী স্নাত

আজ জ্ঞান গম্ভীর আছে মনের কোণা

তবুও আমি কৃষ্ণসায়রে নীলাভ রাজেন্দ্র







অভিজিৎ 

Post a Comment

নবীনতর পূর্বতন