আমার কবিতার শরীরী ঘ্রাণে
ডুবুক তোর প্রাণ। 
নিয়নের আলোয় খন্ডিত হোক
রাতের অন্ধকার। 
ভোরের শিশিরে স্নাত হোক
তোর মন আর আমার কলম!




আমি চলে গেলে 
আমার জন্য একখান
অবিচুয়ারি লিখো। 
রাত্রির শেষ প্রহরে
মৃত্যু মিছিল পিছনে রেখে
পুরোনো পাতায় 
নতুন একটা জীবন এঁকো।






অগ্নিবীণার তার ছিঁড়ে মিশে গেছে কালিন্দীর জলে, 
অভিমানের বুদবুদ ভেসে বেড়ায় তার উপরিতলে। 
আকাশের জলছবি ভেঙে যায় মাঝির টানা দাঁড়ে, 
বাতাস মুখরিত তাই বিরহের সুরে।




মানসী সরকার 

Post a Comment

নবীনতর পূর্বতন