১
আমার কবিতার শরীরী ঘ্রাণে
ডুবুক তোর প্রাণ।
নিয়নের আলোয় খন্ডিত হোক
রাতের অন্ধকার।
ভোরের শিশিরে স্নাত হোক
তোর মন আর আমার কলম!
২
আমি চলে গেলে
আমার জন্য একখান
অবিচুয়ারি লিখো।
রাত্রির শেষ প্রহরে
মৃত্যু মিছিল পিছনে রেখে
পুরোনো পাতায়
নতুন একটা জীবন এঁকো।
৩
অগ্নিবীণার তার ছিঁড়ে মিশে গেছে কালিন্দীর জলে,
অভিমানের বুদবুদ ভেসে বেড়ায় তার উপরিতলে।
আকাশের জলছবি ভেঙে যায় মাঝির টানা দাঁড়ে,
বাতাস মুখরিত তাই বিরহের সুরে।
একটি মন্তব্য পোস্ট করুন