তুমি এলে
ভর দুপুরেও সাদা-কালো পিয়ানোয় আঙুল-সুর ভাসে,
উল্টোসোজা বুনতে বুনতে উলের বল গড়িয়ে যায়
টেবিলের নীচে---
আবহাওয়া অফিস থেকে ঠিকরে বেরোয়---
রোদের কুচি। এভাবেই চুমুক দেয়
কিছু সুখ গ্রীষ্মের পানীয়তে আর বাতাসে উড়ে বেড়ায়
তোমার নেলপালিশের আতর।
তুমি এলে......
হারমোনিয়াম
কখন্ হাত থেকে সরে যায় প্রিয় মানুষের হাত,
নদীও গতিপথ পাল্টে ফেলে---
আকাশে চোখ রাখি, লুকিয়ে পড়ে রোদ মেঘসিঁড়ি কোণে।
এভাবেই---
হিমাঙ্কের নীচে জমে থাকা হারমোনিয়ামে বেজে উঠুক
আরো একবার
রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের কোন গান।
একান্ত অনুরোধ
ছবি শেষের কিছু আগে রিল ছিঁড়ে গেলে
আর দেখা হয়নি---
হয়ত ছবির শেষে চন্দনকাঠের বোতামের গন্ধের
কোন উপনিবেশ ছিল।
এভাবেই অসমাপ্ত তৃষ্ণা রেখে ভেঙে যায়
তরলপাত্র।
সেই অসম্পূর্ণ ছবি ও তৃষ্ণার মত তোমার ভালবাসা---
শিউলি ফুল।---
বড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, গন্ধ নিয়ে পালায়
উত্তরের বাতাস।
কেউ আমাকে কোনদিন শিউলি ফুল দিও না,
একান্ত অনুরোধ।
কচ্ছপ
এই খরগোশ চলাচলের মাঝে আমার ধীর গতি বড় বেমানান,
সবাই ছুটছে ---
কে কার আগে আপেল কিংবা কমলালেবু নিয়ে পৌঁছবে
গন্তব্যের লাল রিবন সুতোয় --- অথচ
এইসব দৃশ্যে আমার কোন হেলদোল নেই।
রেটিনায় শুধু নীল মাছের চোখ ---
নীল মাছের চোখ জানে আমার একাগ্রতা স্থির অবিচল।
এভাবেই ধীর ও নিশ্চিত গতির কাছে হার মানে
অপরের ক্ষিপ্রতা।
গন্তব্যে পৌঁছে গেলে---
কেউ পড়ে না কারো দীর্ঘ পথ অতিক্রমের ইতিহাস।
এক মিনিট
ঘড়ি ধরে এক মিনিট হাসি-- শোকতাপ--
ঘুম কিংবা স্বপ্ন আর এভাবেই এক মিনিট ভালবাসা --
ঘৃণাও-- অথবা স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি।
তার জীবনের মেয়াদ শুধুই এক মিনিট,তাই--
সবকিছু এক মিনিটের ভেতর চাই।
ঠিক এক মিনিট।
একটি মন্তব্য পোস্ট করুন