ঈশ্বর ও জোনাকি 

    


১ 


আঙুলের উপর তাক লাগিয়ে 
    যে জোনাকি বসে আছে ___
         সে ইন্দ্রিয় গ্রাহ্য নয়



২ 


অন্ধকার প্রতিফলনে দর্পণ মিলিয়ে যায় __
      সাংকেতিক সবুজে 




সমান্তরাল আলো বিন্যাসে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে - 
      জোনাকি -
             বুদবুদ হয়ে উঠছে ঈশ্বর __
                   ফসফরাস যৌনাঙ্গে 




গহীন অরণ্যে আরো কালো হয়ে যাচ্ছে পাতা,
          অন্ধকার ঔরসে 




হারিয়ে যাওয়া মোজার্টের সুর ধেয়ে আসছে;
        গন্তব্য- উড়ে যাওয়া কিছু বিজ্ঞাপন
              জোনাকির পাঁপড়িতে




মেঘ গুলো অপেক্ষা করছে,
      খুন হয়ে যাওয়া কৃষ্ণাদ্বাদশী রাতের - 
           রাজস্বাক্ষী ঈশ্বর ও 
                 অন্ধকার___ 



৭ 


প্রেমিকার সাবলীল স্রোতে হাড়িয়ে যায় বুদবুদ ইউনিভার্স - 
          জলের তাচ্ছিল্যে জন্ম নেয় কিছু রাত বিষন্নতা 



৮ 


খুন হয়ে যাওয়া কৃষ্ণাদ্বাদশী জাতিস্মর হয়ে জন্ম নেয় __ 
            জোনাকির সবুজ ফসফরাসে




ঈশ্বর ও জোনাকি এক হয়ে যায় __ 
       অন্ধকার কেটে পথ বানাতে 



১০


আঙুলের উপর বসে থাকে ঈশ্বর - জোনাকির বেশে
             ইন্দ্রিয় গ্রাহ্য হতে









শুভ্রনীল চক্রবর্তী

Post a Comment

নবীনতর পূর্বতন