ওই চাঁদ
শৈশবেই চুরি গেছে
আমার পূর্ণিমার চাঁদ
এখন আকাশে শুধুই
হাভাতের পোড়া রুটি ,
অনন্ত রাত্রিযাপন শেষে
ছুটে গেছে অর্ধসত্য ঘুম
স্বপ্নেরা বিষিয়ে গেলেও
এখনো চাঁদ দেখতে উঠি ।
অকাল বর্ষায়
অকাল বৃষ্টিতে ভিজে
সব নিরবতা ধুয়ে মুছে সাফ
এখন সারা আকাশ জুড়ে
শুধু একটানা গুরুগুরু রব
হৃদয়ের ভগ্ন কোটরে
ভেজা পক্ষীশাবকের কান্না
তবুও মাঠে খুঁটে খায়
হাভাতে ছাতারের পাখির দল
বৃষ্টি ধুয়েছে অনেক ব্যাথা
তবুও নতুন নতুন বজ্রাঘাত
কাকভেজা শরীর জুড়ে
তবুও শ্রাবণের অধীর অপেক্ষা ।
অথঃ অজরাজ কথা
প্রলম্বিত দাড়িগুচ্ছ ছেঁটে ফেলে
স্বমূর্ত্তিতে ফিরেছেন অজরাজ
তার সফেন বক্তৃতামালায় গাথা
ছদ্ম স্বৈরতন্ত্রের নিষ্ঠুর ইতিহাস
ওদিকে রুক্ষ খোঁয়াড়ের দোচালায়
তৃতীয় অজসন্তানদের ভুখ হরতাল
প্রথম ও দ্বিতীয়েরা দুধ চুষতে ব্যস্ত
খোঁয়াড়ে এখন আত্মনির্ভরতার পাঠ
অজরাজের চোখে বিশ্বজয়ের স্বপ্ন
মাঠঘাট জুড়ে তার তুমুল জয়গান
শুধু ঘাসের পাতায় লেখা হয়ে থাকে
অজসন্তানদের লাঞ্ছনার ইতিহাস ।
উৎপলেন্দু পাল
পরিচয়:
কোচবিহার শহর , সায়েন্স গ্ৰ্যাজুয়েট। বয়স ৫৫ বছর।
প্রকাশিত কাব্যগ্ৰন্থ ১ টি , " মনের উড়ান "
মনের কথা , ক্ষোভ বিক্ষোভ কবিতায় তুলে ধরা এবং কবিতাই প্রতিবাদের অস্ত্র। শহুরে হলেও গ্রামের সৌরভ এখনো ভুলে যাননি।
একটি মন্তব্য পোস্ট করুন