এক


সে বলেছিল সে ভাল আছে
সে বলেনি যে সে ভাল নেই

সে দেখিয়েছিল সে ভাল আছে
সে দেখায়নি যে সে ভাল নেই

দইয়ের ভাঁড়ে যোনি ছোঁয়া সোঁদা গন্ধে
বুভুক্ষু জিভ বোলাতে বোলাতে তোলপাড় 
নষ্ট দুপুর শেষে

সে বলেছিল সে ভাল আছে
সে বলেনি যে সে ভাল নেই । 





দুই


জ্যামিতিক চক্রব্যুহে আটকে থাকে ধাঁধা
ক্রসওয়ার্ড পাজেল-এর তেরচা চাহনির ফাঁকে ফাঁকে উত্তর খুঁজতে যেতেই 
টেবিলের তলা থেকে 'হ্যাটার' গুঁতো মেরে বলে...
সব জানতে যেও না
সব পেতে চেও না
"সব পেলে নষ্ট জীবন"






তিন 


চুমু পর্ব শেষ হতেই 
হ্যাঁ-যোনির উত্তর মেলার অপেক্ষা
রং বেরঙের ইচ্ছে পাখিরা 
ডানা মেলতে থাকে শূন্য দিগন্তের দিকে

 মেটিং সিজন শেষে
একলা শালিকও সিঁড়ি ভেঙে ভেঙে
খুঁজে চলে ছড়িয়ে থাকা শস্যের দানা 





চার


সুসুম্না কাণ্ড দিয়ে উঠে আসছে 
এক্সপেক্টেশনের সরীসৃপ 
সোডিয়াম পটাশিয়াম আর 
একসাথে পা মেলাচ্ছে না বলেই 
মস্তিষ্কের ঘিলু ঘেঁটে 'ঘ'

উন্মাদনায় আরও একটু রং মেশাতে
রামধনুর দিকে এগিয়ে যায় হাত 
অ্যালকেমির মায়াজালে
গোধূলিও বুঝি ভুলে যায় 
পসেসিভ হতে...






পাঁচ


চাঁদ পাড়ানী রাগে জ্যাক অলিভ অয়েল-এর 
কয়েক ফোঁটা নাভি-মূল ছুঁয়ে গেলে
কেদারায় তার সপ্তকে ঝঙ্কার লাগে
জোছনার পথ পিচ্ছিল হলে
হড়কা বানে ভেসে যায় চরাচর
কালো কার্ণিশে জেগে থাকা 
পেঁচার ডাক জানান দিয়ে যায়
এখনও অনেকটা রাত বাকি...
























রাকা মুখোপাধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন