মোহজ্বর
১.
প্রিয়নামের মোহজ্বর।ছাড়ে না।
সিঁথিরোদে নবমীচাঁদের আলো।
মেঘলা শাড়িতে বৃষ্টির ফুল।
ভোরপায়ে বেজে ওঠে শিশিরের মল।
আজও কলমি অসুখ পেতে
শুয়ে আছ পুব আকাশের গায়ে।
২.
ঘুম যেন ছিলো না কখনও!
একবন তাপে সেঁকেছ সংসার।
প্রণামে মন্ত্রের মৃদুল।
আংটিতে পাথরবিভোর।
দুহাতে পুতুলমাটি।
ছেঁড়া ছেঁড়া আশ্বিনের মেঘ ছুঁয়ে
ফিরে গেছে ফুল্লরার দেশে।
৩.
সন্ধেতলায় তুমি নামের পিতল আকাশ।
সিঁদুরে সিঁদুরে লেখো মন্ত্রের স্বর।
নাকছবিদিনে এঁকেছ গানের চড়ুই।
সবুজে গেঁথেছো ঘর,
ফাঁকে ফাঁকে শ্রাবণসেলাই ।
শাকপাতা ফুল হয়ে হেসেছে শালুকঠোঁটে।
৪.
তোমার আগুনটিপে বনজুঁইঘোর।
একা একা হেঁটে যাও হেমন্তের বনে।
মধুমতী রাতে ঘ্রাণ ঢালো সন্তানের দেশে।
অমঙ্গল ঘষে ঘষে পিতল আঙুল তোমার
সোনালি কঠিন।
৫.
অরুন্ধতী গ্রহে মেলেছো অভিমানের গরদ।
বালুচরিদিনে তোমাকে ডেকেছি খুব।
ডেকেছে প্রাণের অন্তমিল
ধানের উঠোন।
একা বিগ্রহ প্রহর ছড়িয়ে রাখে
তুলসির শ্বাসে।
ধূপগন্ধী তোমার আকাশ
শূন্যতায় জ্বেলে দাও অনন্ত বিষাদ।
মন্দিরা ঘোষ
পরিচয়:
ছোটোবেলা থেকে কবিতাকে ভালোবেসেই কবিতাময় জীবন। পূর্ব বর্ধমানের কালিকাপুরে রায় পরিবারে জন্ম। বিবাহসূত্রে হাওড়ার শিবপুরে বসবাস। একমাত্র মেয়ে, পেশায় চিকিৎসক। কবিতার বই ছ'টি।
মুদ্রিত, আন্তর্জাল সব পত্রিকাতেই পরিচিত মুখ। জীবনের নানা আঙ্গিকে প্রকৃতির কথকতাকে জড়িয়ে তার কবিতার ভাষা স্বতন্ত্রতার দাবি রাখে।
একটি মন্তব্য পোস্ট করুন