রাখী সরদার









সূর্যহীন শূন্য কোণে

আয়নার অন্ধকারে দেখি
আমি এক শবাধারে শুয়ে

আকাশে জেগেছে লোল হিংস্র রাত
অন্ধকার যোনির ভিতর উঠে আসছে চতুরের দল । তাদের হিংস্রতা ছিটকে
ঘরে ঘরে দাউ দাউ

সূর্যহীন শূন্য কোণে
লক্ষ লক্ষ শিশুর চিৎকার

চোখ জ্বলছে... নাক জ্বলছে
শব্দ জ্বলছে... সত্য জ্বলছে
যা -কিছু প্রিয় অপ্রিয় সব সব জ্বলছে

মাংস পোড়া স্বাদ নিতে
ছুটে আসছে হরেক শ্বাপদ...
তাদের চক্ষু সংকেতে কেঁপে উঠছে
থিরথির কঙ্কাল ।

                     





শাপভ্রস্ট

যন্ত্রণার ও মৃত্যু হবে , জেনেছিল


                          সে বহ্নি অঙ্গনা
ব‍্যথা-বিয়োগের মেঘ ছেনে
জুড়িয়েছে পুড়ন্ত কপাল ।

হে অভিরূপ দেখেছো? বিশ্বাস কেমন
কুটিল শরীরে বেড়ে ওঠে !
                           মৃত্যুঞ্জয়ী আলিঙ্গনে
                ঠোঁটে নামে জোছনার বিষ

স্বভাবসুন্দরে সে শবরী
শুষে নেয় নীল চুমু।

দেখেছো তো  অভিরূপ , কিভাবে সে অপাপবিদ্ধ ঠোঁটে লেগে থাকে
                           নিরাতপ হাসি
                           
যেন প্রেমের বেদীতে পড়ে থাকা
শাপভ্রস্ট পারিজাত।


হাতছানি


মলিন -আমিকে নাড়ি চাড়ি ,
দেখি , কতখানি ক্ষয়ে গেছি
                          অর্ধেক বিশ্বাসে

বাকি অর্ধ মর্মে মর্মে সোহাগ-স্মরণ
আড়াল হয়েছি বলে
                      কি নিস্তার আছে?

ঘৃণার বদলে সব হাহাকার বুটিদার পাখি রূপে ডেকে ওঠে । একবিন্দু
কলস্বরে  ধরা পড়ে আমার গোপন।

দ‍্যাখো,এটুকু নিশ্চিত

পিছু ও টান পেরিয়ে , পুনরায়  হু হু
করছে আমার অনিভৃত অভ‍্যাস ।

1 মন্তব্যসমূহ


  1. "মলিন -আমিকে নাড়ি চাড়ি ,
    দেখি , কতখানি ক্ষয়ে গেছি
    অর্ধেক বিশ্বাসে" ...রাখীর কবিতা ভালোলাগলো।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন