বিপ্লব দত্ত
শব্দমালা
তুমি ছুড়লে। জন্ম হলো।
এই সৌন্দর্য্য প্রতিনিয়ত আকৃষ্টে। সন্ধিক্ষণ পেরিয়ে। আমার শরীরের উপরাংশ ক্রমশ বাড়তে বাড়তে আকাঙ্খার ঝড়ে।
তুমি বললে আমার রক্তিম ঠোঁট তোমাকে আকৃষ্ট করে। .......... দিলাম।
বিশ্বাস করো আমি কখনো ঘৃণার চোখে দেখিনি যে প্রথম মানব জন্মের ভ্রূণ নিক্ষেপ করেছিল।
বিপরীত শক্তির কাছে নত প্রতিক্ষণ আর প্রতিনিয়ত।
আমার দেহ জন্ম প্রকরণের আর আমি নারী।
এইসব যাবতীয় প্রশ্ন ত্যাগে হেঁটে যাই অতল গন্তব্যে।
একটি মন্তব্য পোস্ট করুন