সুশীল হাটুই
জলের জলসাঘর
মেঘের লিরিক ~ বৃষ্টি | এক-কাপ~ গ্রীন-টি |
গ্রীনহাউস | সব এফেক্ট ~ তছনছ | প্রথমে~
নাবিকজন্ম | তারপর ~ নক্ষত্র | স্যাটেলাইট |
তার চোখে ~ ছায়াপথ | ছায়াপথের ছায়া~
সেকুলার | নীচে নদী~ নীল | পাপ ধোবে বলে~ বৈষ্ণবী ইভ | সালোয়ারের ~ সা | সা থেকে~
সাইকেল | সাইরেন | রেন থেকে ~ রেনেসাঁ |
ঘুম | ঘুমের স্থাপত্য ~ Infinity | মধ্যরাত |
রাতে ~ ক্যালারির ইচ্ছামৃত্যু | তারপর ~ তৃষ্ণা |
মাটির কলসি | কলসিতে~ জল | জলের ~
জলসাঘর | ধূধূ বুক | বুকে নেমে এল ~ গান |
৪বাক ১★ বাজিয়ে
অন্ধকারের বর্গমূল ~ রাত্রি | আজ জানতে
চাইছি না ~ আলোর পিনকোড | ছায়াপথে
উড়ে যাচ্ছে ~ সাইকেল | সাইকেলে ~ ঋষি |
ঋষি বিশ্বামিত্র | দুর্বাশা হলে ~ মৃত্যু | শুরু
হতো ~ তারাদের ছাইজন্ম | ব্ল্যাকহোলের
পর ~ব্ল্যাকহোল | আঠালো চুম্বক | চুম্বকের ~
লীলা | ব্রহ্মাণ্ডের প্রথম ~ ৪বাক | হাতে ১★ |
বাউল | গান গেয়ে ~ গিলে খাচ্ছে | তারা | লাল
নীল~ লাশ |
একটি মন্তব্য পোস্ট করুন