মৌসুমী ভৌমিক--এর কবিতা





আলোর ব্যঞ্জনে

রোদ মেখে চোখ মেলেছে ঘাস
পাইনের বাতাসে শুষ্কতার হাসি
পায়ের ফাটল নিয়ে
জেগে ওঠে বসতবাড়ি
রোদের উষ্ণতায় বিকল বিবাদ
ভোর, হাত ধরে নিয়ে যায়
খুশি বিলি করা সকালে।


রোদেলা সিঁড়ি ধরে ক্ষুধা জাগে
কবিতা আসে,গল্প কথা বলে।
না ফোটা ফুলের তীব্র আকাঙ্খায়
যখন রোদ হাসে, চোখ মেলে পাপড়ি
আলো আলো হয়ে যায় চরাচর
মেঘ ফিরে যায় দমকা আলোঢেউয়ে


রাতের মাদলে ঘুমিয়ে নিতে জানলে
আলোয় ভিজে থাকে সকালের ডানা।
সব আঁধারের গলি বক্র নয়
সেরকম ব্যাকরণ শিখে নিতে পারলে
সমস্যাপদের সন্ধি ঠিক লেখা হয়।

রাতের ঢেউয়েও ভেসে থাকে আলোস্বর।


বিলি কাটা হাওয়ায় ভাসছে সকাল
আলোর ব্যঞ্জনে গতরাত্রির ছায়াশীত
পাখিদের পদাবলী গীত হলে
ফোঁটা ফোঁটা হাসি আসে
গেরস্তের নিকোনো উঠোনে।
হাওয়ায় বয়ে চলে রোদেলা নদী...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন