তাপস গুপ্ত-এর ধারাবাহিক প্রবন্ধ



পোস্টমডার্ন ভাবনা ও কিছু কবিতা:

পর্ব:৭


অর্থাৎ পোস্টমডার্ন যখন কিছুই নয় তখন তাকে নির্দিষ্ট সংজ্ঞাতে বেঁধে ফেলার প্রয়াস শুধু দুরূহ নয় অসম্ভব প্রায়।  এই কারণেই মার্গারেট রোজ পোস্টমডার্ন নিয়ে আলোচনা প্রসঙ্গে শুরুতেই ভিক হেরিগের ১৯৮৮ সালে লেখাটি দিয়ে প্রবন্ধের শুরু করলেন, ভিক লিখেছেন,  "It becomes more and more difficult as the 1980 wear on to specify exactly what it is that postmodernism is supposed to to refer towards the term get stretched in all direction across different disciplinary and discursive boundaries, as difference fraction seek to make it's their own, using it to to designate a plethora of incommensurable emergencies." এসব রহস্য ইতিহাস বিলকুল  অবগত  বলেই আমেরিকান উত্তর আধুনিক ঘরানার বিনির্মাণ ওরফে অবিনির্মাণকারী সাহিত্যিক জন বার্থ বলেছিলেন,  সমালোচনা  অথবা এর পক্ষে বিপক্ষে আলোচনা চালিয়ে যাওয়া পোস্ট  মডার্ন এর বৈশিষ্ট্য হওয়া উচিৎ।  সাদা মনে যদি প্রশ্ন তুলি যে বিনির্মাণ বা  অবিনির্মাণ বলতে ঠিক কী বোঝায় তাহলে তার উত্তরে বলা যায় আধুনিক অধিবিদ্যা অর্থাৎ সোজা কথায় যদি একে নির্মাণ বলে থাকি বা বলা চলে মেনে নিই তাহলে এই নির্মাণ থেকে সরে এসে তার প্রতি প্রশ্ন তোলা অর্থাৎ তার থেকে বেরোনোর চেষ্টা বিনির্মাণ বা অবিনির্মাণ। ব্যাপারটি বুঝে নেওয়ার জন্যে আমরা আরও একটু এগিয়ে এভাবে বলতে পারি, "বিভিন্ন সময়ে আধুনিকতার নামে দার্শনিকরা নানা মৌল ধারণার বনিয়াদ (ফাউন্ডেশনাল কনসেপচুয়াল স্কিম) নির্মাণ করেছেন আর যুক্তির জাল বিস্তার করে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।"  বিভিন্ন বিজ্ঞাপনী প্রপাগান্ডা বিভিন্ন সামাজিক সাস্কৃতিক অজুহাত অনুষ্ঠানে একটা ধ্রুব অচলায়তন (যাকে ক্লোজার বলাই ভালো) তৈরি করা হয়েছে কোনো নির্দিষ্ট প্রয়োজনে।  এই  তৈরি করা ধারণার নির্মাণ স্বয়ম্ভু নয়,  সত্য নয়,  ধ্রুব নয়,  শাশ্বত নয় প্রতি টি ধারণাই ধ্বংসযোগ্য।  অতএব এর বদল প্রয়োজন, বিনির্মাণ প্রয়োজন।  এই নির্মাণ থেকে বিনির্মাণে যাওয়াই উত্তর আধুনিকতার অন্যতম প্রকল্প।
এবারের ভাষান্তরে থাকল জন এ্যাসবেরির একটি কবিতা:

Glazunoviana

Man with the Red hat
And the polar bear, is he here to?
The window giving on shade,
Is that here too?
And all the little helps,
My initials in the sky,
The hhi of an Arctic Summer night?

The bear,
Drops dead in sight of the window.
Lovely tribes have just moved to the north.
In the flickering evening the Martins grow denser.
Rivers of wings surround us and vast tribulation.

সন্ধ্যা মালতী

সেখানে কী তখনও আছে সেই লালটুপি লোক
আর মরুভালুক সহবস্থানে?
তখনও কি আছে জানালা 
তার ছড়ানো ছায়ার বিস্তারে?

সেই সুমেরুর চৈতি আকাশে 
আছে কি আমার নামের আঁচড়
এইসব তুচ্ছ সাহায্যের খতিয়ানে

ভালুকটি
ফোঁটায় ফোঁটায় মৃত্যুকে দেখেছিল জানালায়
শোভিত উপজাতিরা সরে গেছে আরও উত্তরে,
ঝিকিমিকি সন্ধ্যা ঘন হয়ে মার্টিনের পালকে
নদীর মত ডানা মেলে দেয় স্নিগ্ধ ক্লান্তিতে।

(ক্রমশ)

Post a Comment

নবীনতর পূর্বতন