সমাজ বসু-র গুচ্ছ কবিতা
হেমন্তের কবিতা
হালকা চাদর জড়িয়ে নেমে এলো হেমন্ত,
টুপটুপ শিশিরে পা---
দূরে সোনা ধানের গন্ধ মেখে আকাশ পেরোয়
দুএকটা পরিযায়ী পাখি।
এভাবেই আড় ভাঙা উনুনের ধোঁয়ায় একটু উষ্ণতা খোঁজে কেউ---
আর কাঁচাহলুদ সূর্যের গায়ে হেলান দিয়ে---
হেমন্ত লিখে চলেছে ধূসর পাতায় তার কবিতা।
হিম সাঁঝের আগে পড়ে নাও সেই কবিতা।
আসা-যাওয়া
চক্রাকারেই ঘুরছে আবর্তন প্রত্যাবর্তন,
এই যেমন---
নদীর জল, মেঘ, বৃষ্টি কিংবা
বাতাসের আসা যাওয়া।
সাঁতরাগাছির ঝিলেও বারবার ফিরে আসে
যাযাবর পাখি। অভিমান ভুলে প্রিয়জন।---
শুধু জীবন রেখে যায় পায়ের আলতা ছাপ---
কোনদিন ফেরে না।
সাবধান
দেওয়ালের কান আছে ---
শুধু চোখ ও আঙুলের ইশারায় হোক
যাবতীয় ভাবের আদান-প্রদান।
সাবধান কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মত---
কালো টুপি,চশমা, ওভারকোট নেই---
মুখে চুরুটও নেই--- তবু
শার্লক হোমস অথবা ফেলুদার চেয়েও ভয়ঙ্কর
ইজরায়েল এর এক জাঁদরেল গোয়েন্দা দাঁড়িয়ে আছে
ঠিক তোমার পেছনেই।
সাবধান, কেউ সত্যি কথা বোল না.......
গাছ এবং মানুষ
গাছেরা জানে---
ভোরবেলার মানুষগুলো দুষ্কৃতি নয়,
স্বাস্থ্যসচেতক অথবা রোজগেরে মানুষ দ্রুত হেঁটে যায়---
কেউ কারো নয়, কী অসম্ভব দূরত্ব।
প্রতিদিন গাছেরা একটু একটু কাছে আসে---
তারা জানে,
মানুষগুলো দুষ্কৃতি নয়।অথচ দুষ্কৃতির আক্রমণে একত্রিতও নয়।
তুমুল ঝড় গাছেরা একসঙ্গে প্রতিহত করে--
আবার মৃত্যুও বরণ করে।
দিব্যি
অভাবই আমার মৃত্যুর কারণ,লিখে যেতে পারিনি---
তাই বরফঘুমেও শান্তি নেই, খৈ আর পয়সার পরিবর্তে সবই উড়েছে।
রুটি কাপড় ছাদ জোগানোর মুরোদ নেই,
মৃতদেহ নিয়ে লঙ্কাকান্ডের নকশা?
কান খুলে শুনে রাখো,
নাভিকুন্ডের সঙ্গে ভেসে যাবে---
তোমাদের আজ কাল পরশু,
এই শবদেহের দিব্যি।
ভালো লাগলো কবিতাগুলো। কবিকে অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুনচমৎকার কবিতাগুচ্ছ। প্রতিটি কবিতাই সুন্দর বার্তাবহ। প্রিয় কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা অফুরান। 🌹🌹
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন