প্রকাশ ঘোষাল-এর গুচ্ছ কবিতা
নীল শেয়াল
বরং দূর থেকে যাক।
চমৎকার রক্ত ছিল যুবকের পাথর ভাঙা মেয়েটির কাছে
ফাল্গুন হাওয়ায় যে যার বাড়ির ভরকেন্দ্রে দাঁড়িয়ে
দেখছে হালফ্যাশনের পৃথিবী
কেমন আড়মোড়া ভাঙছে স্পর্শ কাতর রাস্তায়।
অভেদ খুঁজতে খুঁজতে এইমাত্র
কয়েক হাজার নকশা উড়ে গেল মহাকাশে।
ইদানিং দেখার ভাষাও বদলে ফেলছে ছায়া
সূর্যাস্তের পর
ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়বে কয়েকটা নীল রঙের শেয়াল।
খুলির পিরামিড
নিউরন তুলির টান।পৃথিবী। আঃ যশোদা দুলাল।
যে যার নিজের অক্ষরেখায় দাঁড়িয়ে নারী ও পুরুষ
দেখছে হর্স পাওয়ারের খেল।
অথচ খুলির পিরামিড। সারাদিন স্মৃতি বিনিময়। অনিবার্য পতন।জলের নির্মাণ রেখা।
তেল রঙের যাদুকর। হাতকাটা। ভাঙা স্বর। ছায়ার পরিধি।
ক্রমশ গিলে খাচ্ছে শহরের ঘুম।বেফিকির হরিণীর চোখ।
ইতিউতি আগল বিহীন। পাথরের সংসার।
ফুসলানো ইতিহাস
টেবিল ল্যাম্প উসকে দিচ্ছে চোয়াল ভর্তি রচনাবলি
ট্রাপিজ নিয়মেই শূন্য খুলির ভেতর একটুকরো আকাশ
ড্রাম পিটছে চিঠি ও ভুল বিস্ময়
জিভ ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলছে যৌন সফলতা
আর কপাল ধরে হেঁটে যাচ্ছে এক বিশাল ফুসলানো ইতিহাস।
ঘুম রঙের বাদুড়
সন্ধে হলে এক উন্মাদ গ্রহ আমার চোখ উপড়ে বৃষ্টির অপেরা দ্যাখে আর
ডিপ ক্রিজে গুঁজে রাখে বনলতা সেন
চাঁদের উল্টো পিঠে হেসে ওঠে ভারতীয় কফি হাউস আর আর্ট গ্যালারির মেয়েরা
আমার সমস্ত প্রেম আলজিভে ঝুলে থাকে ঘুম
ঘুম রঙের বাদুড়।
জানলা ছুটছে
ট্রেনের জানলায় পাখিদের অক্ষর
জন্মের টানেলে উড়ে যাচ্ছে পৃথিবীর সাংখ্য মান ১, ২, ৩.........
বাতিল ব্লেডে নখ কাটছে দিগন্তের আসমানী চোখ
চর্বিমাখা গুমোট হাওয়ার কাছে কোন দাবি নেই
জানলা ছুটছে শালীন শস্যক্ষেত পেরিয়ে আর এক বিস্ময়কর স্টেশনের দিকে।
একটি মন্তব্য পোস্ট করুন