সুশীল হাটুই-এর ১গুচ্ছ কবিতা
একটি ডিজিটাল স্বয়ংবর-সভা
১
+ ০ ( শূন্য )-এর সঙ্গে - ০ ( শূন্য )-এর
দাম্পত্য হানিমুনের আগেই 'হে রাম' হয়ে গেল।
- ০ ( শূন্য ) স্কুটার অ্যাকসিডেন্টে মর্গে।
২
শনিবার রবিবারের বেডরুমে এসে
পৌঁছনোর আগেই, + ০ ( শূন্য )-এর মা a2
এবং বাবা b3, ওর গায়ে উলুধ্বনি ছড়িয়ে
দেবার স্ট্রাটিজি নিচ্ছে।
৩
+ ০ ( শূন্য ) চিরদিন-ই ১টা স্বর্গীয় ফুচকা।
কিছুটা বনলতা সেন কিছুটা নীরা কিছুটা
শুভা আবার নিউ বউঠান কাদম্বরী দেবী।
ওর স্ট্রাকচার গত ১০ বছর ধরে একই
আছে। অর্থাৎ,
৩৬- ৩২- ৩৬।
৪
পাত্রের তালিকা দীর্ঘ ---
ফিরোজা-ব্লু গ্রীন রেড অফ-হোয়াইট,
A C M N O Z Y
M2 +10 Z9 P4 21 45 33 -100
# এবং @.
৫
+ ০ ( শূন্য ) শোক কাটিয়ে উঠল। তার
ইচ্ছাতেই শুরু হলো ডিজিটাল স্বয়ংবর-সভা।
৬
সকলকে পাশ কাটিয়ে
+ ০ ( শূন্য ) একটা মেঘগন্ধের মালা পরিয়ে
দিল -100-এর গলায়। আর কিছু না-হোক
তার কোনো GF নেই।
3 নং টা বেশি ভালো লাগল
উত্তরমুছুনএই সব কবিতা কে দূর থেকে দেখলে প্রণাম করতে হয়
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন