মাহমুদ দারবিশের দুটি কবিতা


অনুবাদ ও ভূমিকা: গৌরাঙ্গ মোহান্ত


ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিশ (১৯৪১-২০০৮) পশ্চিম গালিলির আল-বিরোয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর গ্রাম ইসরায়েলি সেনানী দখল করে ও গুঁড়িয়ে দেয়। নির্বাসিত হয়ে দীর্ঘকাল তিনি বৈরুত ও প্যারিসে বসবাস  করেন। ত্রিশের অধিক কাব্য এবং আটটি প্রবন্ধগ্রন্থ প্রণয়ন করে তিনি বিদগ্ধ মানুষের চিত্ত জয় করেন। তাঁর রচনায় প্রগাঢ় স্বদেশপ্রেম, বঞ্চিত মানুষের হাহাকার ও রাজনৈতিক চেতনা প্রমূর্ত হয়ে উঠেছে। তবে সত্যকে তিনি কবির হৃদয় দিয়েই উপলব্ধি করতে চেয়েছেন। সত্যের শ্বেত ও কৃষ্ণ রূপকে তিনি অবজ্ঞা  করতে পারেন নি। শ্বেত সত্যের পৃষ্ঠায় তিনি বায়স-মসি এবং কৃষ্ণ সত্যের উপরিভাগে মরীচিকা-দীপ্তি দিয়ে উপলব্ধি লিপিবদ্ধ করতে প্রয়াসী হয়েছেন। জীবনের দীর্ঘ রহস্যময় পথ সমতলভূমি, পর্বত, নদী, উপত্যকায় আকীর্ণ। তিনি বিশ্বাস করেন, ব্যক্তিগত স্বপ্নের আয়তন অনুযায়ী পান্থকে অগ্রসর হতে হয়; অনুগামী হতে পারে পুষ্প কিংবা ফাঁসিমঞ্চ। তাঁর প্রজ্ঞাময় কর্মের জন্য তিনি লেনান সাংস্কৃতিক মুক্তি পুরস্কার, লেনিন শান্তি পুরস্কার ও Knight of Arts and Belles Letttres Medal অর্জন করেন। দারবিশ টেক্সাসে চিরনিদ্রায় শায়িত হন। 'কবিতা থেকে ঘোড়া পড়ে গেলো' ও 'আমাদের ভূখণ্ডে' কবিতা দুটি 'The Butterfly's Burden' কাব্য থেকে সংগৃহীত হয়েছে। 



কবিতা থেকে ঘোড়া পড়ে গেলো

কবিতা থেকে ঘোড়া পড়ে গেলো
এবং ক্রিসানথামামের ওপর নৃত্যপর
প্রজাপতি ও শিশিরসহ
গ্যালিলীয় মহিলাগণ সিক্ত হলেন

দুজন অনুপস্থিত : তুমি আর আমি
তুমি আর আমি দুজন অনুপস্থিত 

একজোড়া সাদা ঘুঘু 
ক্ষুদ্র দ্বীপের ওক শাখায় মুখর

প্রেম নয়, আমি ভালোবাসি প্রাচীন 
প্রেমের কবিতাবলি যেগুলো 
ধোঁয়া থেকে রুগ্ন চাঁদকে রক্ষা করে

চৌতালের বেহালার মতো আমি আক্রমণ ও পশ্চাদপসরণ করি
কোনো জায়গার ভূ-সংস্থানের কাছে এলে
আমি সময় থেকে দূরে চলে যাই...

আমরা যা ভালোবাসি তার উদযাপনে
আধুনিক ভাষায় কোনো মার্জিন রাখা হয় নি
কারণ যা হবে...হয়েছিলো

আমার কবিতাসহ 
ঘোড়া পড়ে রক্তাক্ত হলো
এবং আমি পড়ে ঘোড়ার রক্তে
রক্তাক্ত হলাম...

৩০.০৫.২০২১



আমাদের ভূখণ্ডে

আমাদের ভূখণ্ডে
এবং এটি বিধাতার বাণীর নিকটবর্তী,
মেঘমালার একটি সিলিং। 
আমাদের ভূখণ্ডে, 
এবং এটি বিশেষ্যের বিশেষণ থেকে দূরস্থিত,
অনুপস্থিতির মানচিত্র। 
আমাদের ভূখণ্ডে,
এবং এটি তিলবীজের মতো ক্ষুদ্র,
স্বর্গীয় দিগন্ত...এবং গুপ্ত গহ্বর। 
আমাদের ভূখণ্ডে,
এবং এটি গ্রাউস পাখির ডানার মতো ক্ষীণবল,
পবিত্র গ্রন্থমালা...এবং পরিচিতির ক্ষত
আমাদের ভূখণ্ডে,
এবং এটি বিযুক্ত পাহাড়সমষ্টি  দিয়ে বেষ্টিত,
নতুন অতীতের অ্যামবুশ। 
আমাদের ভূখণ্ডে, এটি যুদ্ধের পুরস্কার,
আকাঙ্ক্ষা আর দহনে মৃত্যুর স্বাধীনতা
এবং আমাদের ভূখণ্ড, এর রক্তাক্ত রাতে
একটি জহরত যা দূর থেকে দূরে ঝলক দেয়
এবং এর বাইরে যা আছে আলোকিত করে...
ভেতরে আমরা 
সমধিক শ্বাসরুদ্ধ !

০১.০৬.২০২১

Post a Comment

নবীনতর পূর্বতন