রাখী সরদার - এর কবিতা
চণ্ডালিকা
সমগ্র কোলাহল থেকে দূরে
যে স্পর্শ চেয়েছি , তার নরম বাতাসের মত চোখ আমাকে তৃষ্ণার্ত
করে বারবার ...
স্নায়ুর সবখানে ছড়িয়ে পড়ছে আগুন
তবু সে মেয়ের চোখের দিকে চেয়ে
ধীরে ধীরে আগুন হই,এমনই দহন
যে চারিপাশে জেগে উঠছে দীর্ঘতম মরুভূমি , এদিক ওদিক শুকনো হাওয়া...
জিভ শুকিয়ে পিপাসায় যত তার
কাছে যাই... ঘাড় ঘুরিয়ে সরে যায়
সে মরিচীকা ।
আমি হা করে তাকিয়ে দীর্ঘকাল ...
তবে কি জল চাইলে
মেয়েরা তীব্র চণ্ডালিকা হয়ে যায় !
বাঃ, চমৎকার।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন