১
একটা মানুষ বাড়ির বাগানে কাজ করতে করতে হঠাৎ পড়ে গিয়ে মারা গেল। সেরিব্রাল হেমারেজ।
আধঘন্টা পর লোকে দেখতে পেল। এতক্ষণ ধরে তাকে মরতে দেখেছে অনিন্দিত কচিপাতারা আর অপাপবিদ্ধ মলয়বাতাস।
এর পর ছদ্মবেশী ডাইনির মত
একইভাবে ভোর হয়, দুপুর গড়ায়....
যেন সবকিছু একই আছে, যেখানে যা থাকার, যথাযথ....
এতকাল জল দিল গাছে, ফুল ফোটালো,
যত্ন, সংসার, সন্তান.....
বিগ্রহ জাগেনি কেন তবে?
কে তবে ধূপগন্ধ শোঁকে, ঠাকুরদালানে?
২
আজকাল দেখতে পাই
সকল চিতাই আসলে সহমরণের চিতা
যেখানে একটি নিশ্চিত সুখের মৃত্যুর সাথে সাথে
কিছু অসহনীয় দুঃখ জ্বলেপুড়ে খাক হয়ে যায়।
আর একটা উটকো ডাক ডাকা পাখি
পরিস্থিতির সুর কেটে দিতে থাকে....
এসো ধ্যান, এসো জ্ঞান
আমরা দুটি দগ্ধদেহ একসাথে দেখি
একটি মন্তব্য পোস্ট করুন