রথীন বন্দ্যোপাধ্যায়-এর কবিতা





ছুটছে              




তারা মানুষ


তাই
তাদের হাতে অস্ত্র নেই
ভোকাল কর্ড-এ শব্দ নেই
চোখের কোটরে আগুন নেই


ছুটছে পৃথিবীর সমস্ত নেই এবং না না এবং       না


হাজার ঈশ্বরের লাশ মাড়িয়ে ছুটছে হাজার ঈশ্বর


দৌড় দৌড়——> যেদিকে বধ্যভূমি চিতা ও কবর
দৌড় দৌড় দৌড় ——> যেদিকে বারুদ কারখানা 

Post a Comment

নবীনতর পূর্বতন