এ্যালেইনা হোসেন-এর কবিতা
চারুবেদনাশিল্পী
শূণ্যের জাঁতাকলে পিষ্ট, শূন্যরে বোঝার আগ থেকেই। এসব আবেগ দিয়ে গুণ করে শুধু শুধু অঙ্ক গুমোট আবহাওয়া
গাণিতিক সব পতন ছিনায় নিলো বুকের গ্র্যাভিটি। ভাসছে ডিপোজিটে রাখা যতো দামী পাথর আর তাতে চাপা পড়া কথাদের মখমল করোটি। ভাসতে ভাসতে পাখা পায় বিলুপ্ত বেদন নগর। ভাসবে না উড়বে এমন বিভ্রান্ত পাখিদের অন্বয়ে, মিশে মিশে মাতাল হাজারো জন্মসনদ...
ডিজঅর্ডার বাহিত বাতাস, কবিতা ও কবিত্বকে ভাবে ভাইরাসের সন্ধিবিচ্ছেদ
আত্মপ্রেম অর্বিট হতে ছুটে আসা গ্রহাণু যতো বাদবাকি সব বাতাসে মুখ থুবড়ে ভাসে
তবু সেই শূণ্যোত্থিত 'শূন্য' মাটি আঁকড়ে পড়ে আছে, ধারণ করবে বলে গুণনযোগ্য আকার
এসব আবেগের গুণে শূণ্যের গর্ভে ফাটে শূন্য
কালোমেয়ের দশমিক থাকে না
একটি মন্তব্য পোস্ট করুন