শূন্য ক্ষেত্রফল
ছবি থেকে গড়িয়ে পড়ছে সময়
মোমবাতির চোখের জলে দানা বাঁধছে মাটি
ঝড়ে উড়ে যাচ্ছে দিগন্তবিস্তৃত হাতি
আর শূন্য ক্ষেত্রফলজুড়ে মানুষের উল্লাস কিংবদন্তি
হয়ে ছড়িয়ে পড়ছে দিকে দিকে
নোনাজলে বেড়ে ওঠা গাছের কোটর থেকে পেড়ে আনি
চরমপন্থী বোতল
ভাতের কাঠামো
তারপর তুঁতবাগানে শুয়ে শুয়ে তারা গুনি
সময় থেকে ছবিগুলো ঝরে পড়ে মাটিতে
একটি মন্তব্য পোস্ট করুন