সাকিব শাকিল-এর কবিতা 







বিটিভি দুপুর


এই হৃদয় গলে যাওয়া দুপুরগুলোতে 
তোমার নিঃশ্বাসের গুমোট হাওয়া আমার দিকে তেড়ে আসে।
আমি কেমন ভয়ে ভয়ে নিজেকেই জড়িয়ে ধরি, নিজের ভেতরেই শুয়ে শুয়ে পড়ি বিশ্বাসের কালেমা। 
ভয় কেটে গেলে ঘুম ভেঙে যায় আর শুনি— প্রতিবেশির একটা মন হারিয়ে গেছে দূরের কোনো বিকালের ঠিকানায়।
প্রপঞ্চ বালুকাবেলায় হারিয়ে গেছে আরো একটি বিটিভি দুপুর পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির দিকে। 
সাদাকালো এই দুপুরগুলোতে তোমার বাড়ির সমস্ত মানুষ ঘুমিয়ে যায়। তখন সাবিনা ইয়াসমিন গান হয়ে কিংবা গান সাবিনা ইয়াসমিন হয়ে ঢুকে পড়ে আমাদের বৈঠকঘরে

শুনি সেই গানে হারিয়ে গেছে আরো একটি অল্পবয়সী মন বাউলের গান গেয়ে গেয়ে...





সাঁতরে উঠি অস্বিকার

লঙ্কাপুরের নৌকা ছেড়ে চলে আসি রাজাপুরের ঘাটে
ঢাক বাজে কানে ও ধ্যানে 
ঘুম থেকে জেগে ওঠে ঘুমন্ত ঋষি
যখন তুমি ডুবে যাও জলে
ছলেবলে ও কৌশলে—
আমিও সাঁতরে উঠি অস্বিকার
অঙ্গিকারের পারাপার যায় থেমে।
আর বলি, বিসর্জনের সন্ধ্যায় দেবীর চেয়ে 
তোমাকেই বেশি পড়ে মনে

যখন তুমি মিলিয়ে যাও ঢাক ও শাঁখের বাজনার তালে তালে...






অস্মিতা ঘোষ

অন্তরালে কি লুকিয়ে রাখো আড়াল?
যেভাবে চুরির টাকা লুকায় ধরা পড়া চোর।
আর বলে, "আমি ভাল ঘরের ছেলে, আমি কিছু করিনাই, চুরি করেছে আমাদের অভাব।"
চোরাগোপ্তা বিদ্যা জানা আছে জানি
সন্ধ্যারাতে খুলে রাখো যৌনতার আলমারি
আমাদের চোখগুলো আলগোছে তুলে রাখো 
বেদনার তাকে। 
আমরা গলে যাই বরফ যেভাবে হয় পানি
ইশারাতেই শুরু হয় আমাদের নাফরমানি
স্বভাবে নষ্ট প্রেম জমা রাখি অভাবের দোষ
যখন বড়পুলে হেটে যাও তুমি অস্মিতা ঘোষ।





আমার দম বন্ধ হয়া আসে, হাত ও পা ঠান্ডা হয়া আসে

সে বলে, ছিহ, নাফরমানি করো কেনো তুমি? 
হৃদয়ের কথা বলে কি সব লোকেই হন্তারক হয়া উঠে?

আমি বলি, আমি তো হয়া গেছি নাফরমান।
তুমি শোনো এই নাফরমানের কসম— 
জন্ম ও মৃত্যুর মাঝে তুমি আমার মকসুদে মঞ্জিল।
দ্বীনহীন বেদুইনের মতো তোমার স্বপ্নের মরুপথে পাগলা উট হয়া হাঁটতেছি
ওড়নাটা সরায়া রাখো
আমার হৃদয় অস্থির হয়া ওঠে
আমার দম বন্ধ হয়া আসে।





রাবণের চিতা

হুরাসাগর নদীর পাড়ে আমরা শশ্মান দেখতে যাই
আমকাঠে পেট্রোল ঢেলে জ্বালানো হয় চিতা।
প্রযুক্তির সুবিধায় এখন ঘরে বসে সব দেখা যায়
কারখানায় শ্রমিক পোড়ার নিউজ দেখি 
জীবন্ত মানুষ পুড়ে যায় রাবণের চিতায়।
লাশের মূল্য ঘোষণা হয় 

আর গ্রামের বাড়িতে—
একা নিমডালে নিম পাখিটা ডেকে ডেকে মরে যায়



Post a Comment

নবীনতর পূর্বতন