দীপিতা চ্যাটার্জী-র কবিতা




খোলা চিঠি

আধ ভেজা রাজপথ আংশিক কাদা
ক্ষার বৃষ্টিতে কাতর বিবর্ণ পাতারা
আম জামের মিষ্টি গন্ধে রাষ্ট্র সমন জারি করে
সময়ের অজানা পথ নিয়নের আলোর মত 
তীক্ষ্ণ গতিতে তৈরি দৃষ্টি  বিন্যাস
কলমের আগায় বিপ্লব করে অক্ষরের দল
গড়ে ওঠে হাজারো কবিতা
রাষ্টের কাছে পৌঁছয় কিছু খোলা পাতা
তবুও সে অনড়!!

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন