রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা



১)
সেই হলুদ পাখিটা



গমক্ষেত ছুঁয়ে যখন উড়ে গেল
খসে পড়ল তার ছায়া, সজোরে

বধ্যভূমিতে সেদিন গুলি চলেছিল

খুব ভোরে

স্লিপিং পিল-এর বিছানায় তখনও শহর মফস্বল ও
গণতন্ত্রও গভীর ঘুমের  অন্ধকারে ছিল

বধ্যভূমিতে রাইফেলের শব্দ খুব পরিচিত

কিছুটা রক্ত গড়িয়ে নেমেছিল রাজপথে কেউই দেখেনি
কিছুটা মিশে গিয়েছিল প্রথম সূর্যের সাথে

হলুদ পাখির ডাকে ঘুম ভেঙে কেউবা জানিয়েছিলেন সুপ্রভাত
গরম কফির কাপ হাতে


২)
এ শহর বড় ক্ষু
ধার্ত



এ শহরে রাত বড় দীর্ঘ রাতের পাকস্থলী

দীর্ঘতম রাতে আরও ধূর্ত হয় অলিগলি
রাজপথ আর ঘরে ঘরে শেয়ালেরা, শেয়ালের প্রাণ

সাবধান

চুপ

জোম্যাটো আর সুইগিরা নিজস্ব ক্ষিদে বন্ধক রেখে
আলোচনায় আছে
মধ্যরাতের সব নাইট গার্ড নিজস্ব ডিউটি দূরে রেখে
আলোচনায় আছে

চুপিচুপি

সারারাত সারাটা শহর জুড়ে শুধু রাতজাগা ফিসফিস
পাতায় পাতায় গাছে আনাচে কানাচে

শব্দহীন

পরিকল্পনা

ক্ষিদে ——> স্বপ্নের দিন
ক্ষিদে ——> নীল কল্পনা 

Post a Comment

নবীনতর পূর্বতন