সুপর্ণা 'লিলিথ' দাস-এর কবিতা




এই যে শুনছেন ?

এই যে শুনছেন-শুনছেন,আমি বেঁচে আছি, 

ভেতর ব্যাঙ্কে মুঠো ভর্তি বীজ 

বাঁচিয়ে রেখেছি এখনও। 

জগদ্দল পাথর গড়িয়ে গেলে, বৃষ্টি হলে

কাঁচা অঙ্কুরে ভরে উঠবে উপত্যকা-

হায়!  এখনো স্বপ্ন আছে! 

এই যে দেখছেন, ছুঁতে পারছেন? 

কামারের উনুনে গনগনে আগুন, 

সভ্য চাদরে চাপা দেওয়া ফুজিয়ামা;

চাদর খুললেই জ্বালিয়ে দেবে স্বর্ণলঙ্কা, 

লাভা ঢেলে দেবে নিয়মের যোনিপথে, 

গলিয়ে দেবে সতীত্বের সব হোর্ডিং, 

সবকটা রণছোড়্ কে জুতিয়ে শেখাবে প্রেম। 

শুনছেন, আজ স্থানে স্থানে খিস্তি করব, 

চটিবই পড়ব, 

ফুঁকতে জানিনা, ফুঁকব-জয়েন্ট

অ-কবিতা লিখে ভরিয়ে তুলব তাক, 

গুরু টিকি কেটে বিদেয় দিলে

বনবাস যাব, রাক্ষসীর মত চিবিয়ে খাবো

যজ্ঞাহুত বর্ণমালা;

উপদেশের ল্যাকটিক অ্যাসিডে মাংসপেশী শ্লথ

আর চাইনা কোন তুঘলকি ফরমান

রাখুন, সামলে রাখুন

চাটুকাররা চেটেপুটে খাক শব্দগুলো

আপনার বাতঃকর্মে নিঃশ্বাস নিয়ে

রুহানি আনন্দে হাততালি দিক ''ভাইরাল, ভাইরাল"! 

এই যে শুনছেন, থার্টি-টু -বি থেকে মুখটা তুলুন, 

ট্র্যাডিশনের নিকুচি করা  চোখদুটোর ঠোঁটদুটো মুছুন! 

সায়রা বানুর কামিজে ফুটে ওঠা বৃন্ত দেখে

মেটাফোরিক  মাস্টারবেশন বাদ দিন

বুকের পাটা থাকলে বিনয়ের মত

একটা ভুট্টা সিরিজ লিখুন

কিংবা সমরেশের প্রজাপতি

আমি নিয়ম মানিনা বলে লিখব এ'রম

দেহে টেস্টোস্টেরন বেশী, স্ত্রিয়াশ্চরিত্রের ধার ধারিনা, 

ফরাসি ডেটিং কোচের ভিডিও দেখে

 ডাম্বেল তুলিনা

অর্ধনারীশ্বরের মত নিজেকে আদর করি

অশরীরী শরীর দেখিয়ে

ইশারা করি, শুনছেন-

শুধু একবার ছদ্মনাম ধরে ডাকবেন?

Post a Comment

নবীনতর পূর্বতন