অভিজিৎ দাসকর্মকার-র কবিতা





নিত্যবৃত্ত অপেক্ষা... 


অকস্মাৎ হজম করে ফেলছি যেন
দেয়ালের পাশের ভাবলেশহীন শ্যাওলা,আর
তার পাশের এলোমেলো গণিত 
অবাস্তব রাসায়ন,এবং
জীবলজিক্যাল ধ্যানমগ্নতা

পরিচিত মেয়েটি আজ কেমন মহিলা গন্ধে বিভোর,তাই
সিঁথিতে দিচ্ছি রক্তকরবী রং,অথচ

নিজের হিমোগ্লোবিনের অক্সিজেনে ভরে গেছে 
পুরাঘটিত অতীত,আর অতীতের
কারুচ্ছায়া ঘেরা কৃষ্ণচূড়া বিকেল,এখন

কুয়াশাচ্ছন্নতায় গড়িয়ে যাচ্ছে সেই গাছ,আর 
আমার সংযত শারীরিক খনিজ

উত্তর-দক্ষিণে চিৎ হয়ে শুয়ে আছে নিত্যবৃত্ত অপেক্ষা,
তবুও বিকলাঙ্গ ভাস্কর্যে জড়িয়ে আমি 
চুনসিয়াম সম,প্রত্ননিথরে মৈথু মুঠায় লিপ্ত
দুজন জেমিনি,এখনো সময় আছে

তুমি অনুমতি করলেই পরবর্তীতে ওই ব্যালকোনি
একটি সন্ধ্যায় অথবা 
ক্যালেন্ডারের দুটি তারিখে হারিয়ে যাবে...

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন