লিপি সেনগুপ্ত-এর কবিতা






মেহফিল


ভুল বশত আমাদের আশ্রয় নেই

দিঘির জলও লবণাক্ত 

আমাদের মত


আয়ুর ভেতর গোপন তেষ্টা

ঝর্ণার মত সুখ

যেন আবিষ্কার 


একবার সোজাসুজি

দেখা হলে কথার পরিধান

নেব জড়িয়ে গায়ে


নিজেদের সাজানো মেহফিলে 

নীরবতা তবু কড়া নাড়ে। 


Post a Comment

নবীনতর পূর্বতন