চন্দ্রদীপা সেনশর্মার কবিতা

অভিমান

রাতের মোহময় অন্ধকারের কাছে তুচ্ছ হয়ে যায়
দিনের উজ্জ্বল
বড়ো অদ্ভুত এই রাত, রাস্তার আলোয় হলুদ
নিয়তি দোদুল্যমান
দৃশ্যপট খুলে যেতে থাকে...
কখনো বনে, নদীর চরে কখনো বা...
বনের নিজস্ব গন্ধ আছে, শব্দ
সেই শব্দে মিলে যায়
কোনো পশুর আহত আদিম শৃঙ্গার

নদীর ঢেউ অন্য ঢেউয়ের কোলে ফুলে ওঠে
অভিমানে
অন্ধকার এসে উপুড় হয় বুনো গন্ধে, শব্দে
যারা প্রাকৃত আদিমতায় ডুবে আছে,
ফুটে ওঠে গাণিতিক চিহ্নে

হলুদ নিয়নে রাত ভাঙে অমাবস্যার অন্ধ চাঁদটি...

১৭ মে, ২০২১, রাত ২.১২


মৌন

যে অপরাধ প্রবণতায় ঘুমিয়েছিল
তাকে কি দেখেছি?
আমি কোনো দ্রষ্টা না। বড় অদ্ভুত
আমার ভিশন, দুচোখের বোঝাপড়া খুব কম,
জানা গেল অপার যৌবনে। বয়স বাইশ

আমি বুঝলাম এতদিন সবকিছু একচোখের
কামাল
গুপ্তঘাতকের মতো শুয়ে থাকা
অপরাধী মনকে কী করে দেখব?

খেলাচ্ছলে যে আয়না হাতে এল
তার দিকে তাকাতেই বুঝলাম, ওহ্
'আমি একটা আস্ত শয়তান'

তারপর দুজনের কতধরনের শয়তানি।
চোখ ঠোঁট হাত স্তন নাভি পদ্মগুহা
সে সব উদ্ যাপনের কথায় আয়না আজও মৌন

দুচোখের বোঝাপড়া আরও কমে এলে
আমার ভিতরে জেগে ওঠে বিবসনা কনফেশন...

আয়নার কাচে ঘাম জমছে, সে জানে
স্বীকারোক্তির সাহস তার নেই।

২৬ মে, ২০২১, সন্ধে ৭.৩৬

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন