১০ -এ দিশা 
নিখিলকুমার সরকার


কাগজের নৌকো... লেপটে থাকা গলিপথ 
অতিক্রম করার আগেই 
থমকে গেল জলের শৈশব 

ঘোরানো সিঁড়ি... 
আরোহণের রং বাটারফ্লাই-ব্লু 
অবরোহণ ইয়েলো-ইভনিং 

মধ্যরাত্রি... চাঁদ ওঠেনি  
অন্ধকারের কারনিসে ভোকাট্টা ঘুড়িটা 
আঁতিপাঁতি নিজেকে খুঁজছে  

ক্ষত নেই ... তবে 
মৃতশব্দে ক্ষতচিহ্নের উদাসীন ট্যাটু রয়েছে  
নন্দনকাননের মেঘলা প্রোফাইলে 

মৃত জ্যোৎস্নায় পরিত্যক্ত 
এক্কাগাড়ির শরীর জুড়ে ধূসর ঘাস ... 
চিবোচ্ছে ,  রংচটা বাতিল ঘোড়াটি তার 

পাঁকালমাছের শরীরে সাঁতার কাটছে  
নিরাবরণ মোহান্ধ ঝাঁক  
তিনভুবনের আঁশটে মায়াজলে ... 

ডিজাইনার মাস্কে বেড়ালেরা 
সরকারি মৎস্যমেলার র‍্যাম্পে হাঁটছে ... 
তাদের পাড়া চেনা যাচ্ছে না 

ভিক্ষাপাত্রটির পাশেই স্ত্রী-চিহ্নে 
ঘুমিয়ে পড়েছে আলুথালু পূর্ণ শরীর 
মধ্যরাত্রি, প্রতিধ্বনিত কালোসোনার ঘেউ ঘেউ... 

কলোনিয়াল হ্যাংওভার কেটে গেছে 
চির-নতুনের পায়ের শব্দে মুখর 
রূপান্তরকামী বাংলাকবিতার পথঘাট, আকাশ বাতাস ... 

১০
বহুবর্ণ মিথুনমুদ্রার 
বহুগামী পথ ধরেই অনন্তপথে 
মহামুদ্রায় প্রস্ফুটিত শতদলযোনি... 

              



Post a Comment

নবীনতর পূর্বতন