সম্ভব হলে 
রুবি রায়

মেঘভেঙে বৃষ্টি নেমে আসছে ঐ লাল গোলাপটার বুকে । চায়ের ধোঁয়া,বন্ধ জানলা ঘরে ঘষা কাচ হয়েই রয়ে গেল ।

আবছা পরিবেশেও আমি বুঝতে পারছি তুমি নুন-হলুদ মাখছ । তোমার ঝুমুর শব্দধ্বণিতে দাস দের পুকুরঘাট পিছল হচ্ছে । 

অন্তর্বাস শূন্য স্থান দিয়ে উপসর্গ যুক্ত ইচ্ছাগুলো  কর্মী হবার চিন্তায় পাড়ি দিয়েছে তোমার ব্রহ্মাঙ্গে ....

আমি অভয় দিচ্ছি তোমাদের লাটানুপ্রাস ঠোট দু-জোড়ায় । ধনাত্মক শুভেচ্ছা রইল বিধ্বস্ত ভঙ্গিগুলিতে ।
           যদি কখনো জাতীয় সঙ্গীতের নতুন অধিকারী আনতে পারো...
            কখনো যদি তোমার শরীরে আসে নতুন অপেক্ষা !
অপাদান কারক হিসেবে তবু দায়ী করো ঐ ধোয়া মাখা ইজি চেয়ারটাকে ।

                           

Post a Comment

নবীনতর পূর্বতন