প্রভাত চৌধুরী =
সুশীল হাটুই

শ্রদ্ধেয় প্রভাত চৌধুরী-কে নিয়ে একটা কবিতা
লেখা শুরু করলাম...

রাত ১১.৫০ মিনিট,
লিখলাম, প্রভাত চৌধুরী = কমলালেবুর গন্ধ।

রাত ১২.১০ মিনিট,
কোনোকিছুই লিখলাম না। শুধু কমলালেবুর
গন্ধ ডিলিট করলাম।

রাত ১২.৪০ মিনিট,
কমলালেবুর গন্ধের পরিবর্তে লিখলাম,
কোভিশিল্ড।

রাত ১.২০ মিনিট,
কোভিশিল্ড কেটে লিখলাম, গুয়ের্নিকা।

রাত ১.২৫ মিনিট,
আমার মগজে ছড়িয়ে পড়ল, ফ্রাঙ্কোর হাসি
আর মানুষের আর্তনাদ।

রাত ১.৩৩ মিনিট,
একটা সিগারেট ধরালাম।

রাত ১.৪০ মিনিট,
সব আর্তনাদ থেমে গেল।

রাত ২.১০ মিনিট,
কিছু লিখলাম না।

রাত ২.৫০ মিনিট,
অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। কিছুই
লিখলাম না।

রাত ৩.২০ মিনিট,
লিখলাম, প্রভাত চৌধুরী = আন্টার্কটিকার রোদ।

রাত ৩.৩০ মিনিট,
ঘুমিয়ে পড়লাম।

ঘুমের ভিতর দেখছি, রোদের চেয়ে উজ্জ্বল
শব্দ আছে কিনা।

Post a Comment

নবীনতর পূর্বতন