জানলার বাইরে
মৌমিতা মিত্র
স্বপ্ন প্রতিদিন আসে
কোন কোন দিন দেখা হয়েও যায়
বাড়ির সামনের পুকুরে
একটা কুকুর বিকেলের জলে স্নান করে
আমি তাড়াতাড়ি হাত চালাই
ওর জল ছেড়ে যাওয়া দেখব বলে
হাত ছাড়িয়ে তাকাতে তাকাতে
জানলার বাইরের জলে
বিকেলের পৃথিবীর কাঁপা কাঁপা জলছবি
অনেককিছুই হাত ছেড়ে গেছে
অনেককিছুই ধরে রাখতে চেয়েছি বারবার
দেখতে দেখতে আরেকটা কুকুর জলে নামে
ঠিক পরেই আরও একটা
ঘোর আসে; আমি অপেক্ষা করি;
নাকে জল উঠে আসে
গলা জ্বালা সামলে নিতে নিতে
তারাও ফিরে গেছে নি:শব্দে
ঘুম ভাঙে; হয়তো বা ঘুম আসেও
সংশোধনের চেষ্টায় হাত বাড়াতে
সামনের জল স্থির হয়ে আসে
যেন সারা বিকেল কেউ কথা বলি নি।
একটি মন্তব্য পোস্ট করুন