সরজমীনতর দুস্কর
সমরেন্দ্র রায়
সংখ্যা হিসেবে যদি তার সীমাবদ্ধ খুঁজি, তাহলে চোখ বুঁজে থাকাটাই ভালো। এজন্য আমাদের কাঁটা-কম্পাসের প্রয়োজন নেই। আর চোখ খুলে যদি আকাশের পানে চাই, তবে প্রভাত -পরিসরে যে তারাটি সাতাত্তর -এর সংকেত নিয়ে জ্বলজ্বল করছে তাকে স্পর্শ করা আমার সীমানাতীত। এই মুহূর্তে গণ্ডী টেনে রাখতে গেলে আমাদের প্রভাত চৌধুরী কে ছোঁয়া শুধু অসম্ভবই নয় বড়ো সরজমীনতর দুস্কর।
একটি মন্তব্য পোস্ট করুন