ছুঁয়ে ছুঁয়ে যায় ডাকনাম
আমিনা তাবাসসুম
তোমার সঙ্গে ফোনালাপ চলাকালীন এই হৃদয় স্পর্শ করে
ফ্যারাও-এর দেশের তুমুল প্রেমিকা।
তাই এখন শুনছি কেবল তোমাকে, আর তোমার সমস্ত চৈতন্য
আমার নির্মল বুকে বর্ষার আলোড়ন!
একটা সন্ধ্যা কিভাবে স্বর্গ হয়ে ওঠে তার নিমন্ত্রণ তোমার থেকে আসে
বিষাদের পর যে পাখি ডেকে ওঠে অনন্ত প্রেমের
হৃদয়েশ্বর! একবার জড়িয়ে দেখো এই সময়
গোলাপের কুঁড়িতে মিশিয়ে দেবো অবিরাম স্মৃতি।
জানি বসন্ত তোমার প্রত্যাশী নয়
তবু কোকিলের গান ছুঁয়ে ছুঁয়ে যায় ডাকনাম।
খোলা চুলে বৈশাখী হাওয়া মেঘের ডানায় এনে
বসিয়ে রাখো দু' চোখের তারায়।
আমি হারাতে থাকি, হারাতে থাকি তোমার অসীম টানে।
একটি মন্তব্য পোস্ট করুন