মন্দিরা ঘোষ
একটা হলুদ বিকেল, জেল পেন আর উদাসীন তুই....
একটু একটু করে ফুটে উঠছিল জলপাই রোদ,
মেঘ ছড়ানো বিকেল আর বৃষ্টিপাখির ওড়াউড়ি।
ফুটে উঠছিল নানান রেখার টান।
আমাকে সামনে রেখে।পোর্ট্রেট হলো না।
সময়ের এক অবক্ষয় হেসে উঠলো পাতা জুড়ে।
অথচ একসময় তোর চোখের নিচে মাধবীলতাঘোর।
বিকেল ছড়িয়ে দিয়েছিস অগোছালো শাড়িতে।
তুলিতে হাজার রঙের উড়ান।
নীল আকাশ আর বেসামাল নদী।
পাহাড়ি ঝরনার গায়ে ঝকঝকে রোদের খুনসুটি।
খুব শীতে মাঘের কুয়াশা জড়িয়ে গুন গুন রবীন্দ্রগানে সন্ধে নামত। আমি মেঘদূত পড়তাম।
গানে কথায় আকাশ আর পৃথিবীর মাঝে
চির বিরহটা ভরে উঠতে দেখতাম।
এসব কি কোনোদিন সত্যি ছিলো !
না গোটাটাই রঙের মোচড়, মায়ার উড়ান!
ভালো লাগলো
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন