একটা সিটি হোক
রুবি রায়
একটা দীর্ঘস্থায়ী চুমু অন্ধ হয়েও নির্ভয় চিত্তে ঘুরে আসে কত আনাচে-কানাচে । ডুব সাতার দেওয়া ঠোটের উপর পালিত হয় ভুরুর কথাকলি ইঙ্গিত।
আর এভাবেই গুডিগুডি ক্রিয়া-বিশেষণে Modify হবে Future tense। কানের লতিতে বাসা বাঁধবে লাল রঙ্গন
একটা রকেট একটা সূর্যমন্ত্র Share হবে।
সময় বুঝে আয়নার পাউট সেলফিতে যুধিষ্ঠীর সিটি বাজায় -- কর্তৃকারক লালায় চকচকে আপার লিপস .......
হাইস্পিড ফ্যানে বাসি ঘাম শুকাচ্ছে একটা প্যারালাইসড ব্রা।
একটি মন্তব্য পোস্ট করুন