টানা পোড়েন
দেবীপ্রসাদ বটব্যাল
আকাশকে বললুম , ক'টা দিন ছুঁয়ে থেকো ;
দহন বললে ,আছি তো !
তারপর থেকেই চোখটা বিশ্রী রকমের লাল
সাগরকে জিজ্ঞেস করলুম , অ্যাতো জল !
সব তোমার একার !
সে বললে
তা, কেন ?
ভাসি, আকাশে, মাঝে মাঝে ছুঁয়ে দেখো।
যথারীতি ঠোঁটদুটো গরল'ভাবে নীল হয়ে গেল
তোমাকে বললুম , না, থাক-
বাদামি আলো আমার অসহ্য লাগে
অমনি হৃদপিণ্ডের রঙ হোলো কালো ,
আকাশটা কাঁচ হলো , সাগরটা পারদ
আর-----
দেবীপ্রসাদ বটব্যাল
অপূর্ব একটি কবিতা
উত্তরমুছুনখুব ভালো লাগল। একটি সুন্দর কবিতা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন