অনুভূতি

রিতা মিত্র


এখন তুমি ধরা ছোঁয়ার বাইরে, নির্বিকার

অন্তরে ছুঁয়ে গুটিয়ে ফেলেছ হাত

তোমার স্পর্শের অনুভূতি শিহরিত করে

তোমার হাতে ধরা কলমে অক্ষরের দাপাদাপি

সাদা  কাগজের উপরে শব্দের ডানা মেলা দেখেছি

দশ দিগন্তে তোমার মগজের বিচরণ

মৃদু হাসির মধ্যে এক রহস্যময়তা লুকিয়ে রাখা,

এও তোমার এক চরিত্র

তোমার কবিতার ভাষায় শব্দের নিনাদ শোনা যায়

কলমের কালিতে রঙিন হয়ে ওঠে প্রাকৃতিক দৃশ্য

তুমি খুঁজে পেয়েছ অচেনার মধ্যে

আত্মজন

সকলের সখা তুমি, তুমিই মিত্র।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন