অপরিচিত

চন্দ্রদীপা সেনশর্মা


অপরিচিত রাতের ডবলবেডরুম, অক্লান্ত বৃষ্টি

শহরতলির ভিজে রাস্তা এবং অন্ধকার।

কথা কমে আসছে। গান, ম্যান্ডোলিন...


রহস্যময় মুখ, যে মুখ অতীত ইতিহাসরেখায়

বেদনার্ত, খুঁজে নিচ্ছে নীরব পক্ষপাত।

খুলে ফেলছে মোড়ক।


বৈশাখের সিলিং-ফ্যান জোরালো, রাতবাতি।

রেনকোটের বিন্দু বিন্দু জলে পরিস্রুত সময়

পোর্টিকোর নীচে থমকে বাইক

নিশ্চুপ ম্যান্ডোলিন


নিদ্রিত মুখে ফুটে উঠছে শান্ত ভোর।

মিথ্যা না, রৌদ্র এসে ভেঙে দেবে রাত্রিগন্ধ,

গড়ে তুলবে স্বাতন্ত্র্য


যদি ফিরতে হয় জন্মান্তরে, রাতটিও ফিরুক...

Post a Comment

নবীনতর পূর্বতন