পঞ্চমী দাপট

মায়িশা তাসনিম ইসলাম


কথা হতে ধায় 

       আরোগ্য আঙুল!

এমন লোভেই ছিলো, অসুখ পাটিতে যোগাসন


তোমার নির্যাসে ধ্যান

       হৃদয় রাজযোগ!

              লাপাত্তা যোগিনী আমি, প্রেমের মহাবিপদ...


মহাবিশ্ব দ্রবণে প্রেমিকা

             সাতাশ নক্ষত্রের ত্রাস!

হরি হরি কয় মরণ, ছোবলকামী উপবাস


চাহাত করে বিবশ

        তাপসেই যোগাযোগ 

ইশারায় খামচাই রাশিফল, জ্যোতিষের আফসোস...


গর্তে সাতআকাশ লাটিম

          মহাঘূর্ণনে স্পর্শ!

মৃন্ময় কুরসি ত্যাগ, অতিপ্রাকৃত সঙ্গম।।।

Post a Comment

নবীনতর পূর্বতন