পাতার সীমানায় এসে থমকে আছে জলের জীবন 
নিঃশব্দে টানছে মাটি

ক্ষুধার মত, রাত্রির মত
                  নাছোড়....

ঘড়া থেকে উপচে পড়ে
কানা বেয়ে গড়িয়ে নামে শূন্যতা 
                  ছড়িয়ে যায়....

অবহেলে বোধকে হারিয়ে নশ্বরতা জিতেছে বার বার

সময়ের দুই তীরে
কারা তবু জোড় বেঁধে থাকে
আচারে-বিচারে, নিয়মে ছুতোয়...

 কারা তবু আঁচল ছাড়ে না
(হে নশ্বরতা)

3 মন্তব্যসমূহ

  1. সত্যিই দারুণ !
    অনবদ্য অভিব্যক্তির প্রকাশ 🌹

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লিখেছিস,কলম চলতে থাকুক।

    উত্তরমুছুন
  3. আপনার নিজস্ব ভাষা অনন্য,সাবলীল ও খুব হালকা মেজাজে বলে ফেলা গভীর দর্শন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন