১
পাতার সীমানায় এসে থমকে আছে জলের জীবন
নিঃশব্দে টানছে মাটি
ক্ষুধার মত, রাত্রির মত
নাছোড়....
২
ঘড়া থেকে উপচে পড়ে
কানা বেয়ে গড়িয়ে নামে শূন্যতা
ছড়িয়ে যায়....
অবহেলে বোধকে হারিয়ে নশ্বরতা জিতেছে বার বার
৩
সময়ের দুই তীরে
কারা তবু জোড় বেঁধে থাকে
আচারে-বিচারে, নিয়মে ছুতোয়...
কারা তবু আঁচল ছাড়ে না
(হে নশ্বরতা)
সত্যিই দারুণ !
উত্তরমুছুনঅনবদ্য অভিব্যক্তির প্রকাশ 🌹
খুব সুন্দর লিখেছিস,কলম চলতে থাকুক।
উত্তরমুছুনআপনার নিজস্ব ভাষা অনন্য,সাবলীল ও খুব হালকা মেজাজে বলে ফেলা গভীর দর্শন।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন