আঘাত,তোমার ক্ষতস্থানে রক্তজবা 
আঘাত,তোমার ক্ষতস্থান মহাতীর্থ 

যেখান থেকে দিনের শুরু যেখান থেকে রাত্রির শেষ 

আঘাত,তোমার সান্নিধ্যের অর্থ সবিশেষ 
উপদ্রুত হলেও সমস্ত দরবেশ
তাকে মান্যতা দিয়ে গেছেন অতঃপর 

সহ্যশক্তি বেঁধে দিয়েছে আঁচলের ছেঁড়া টুকরো কাপড় 

তা-ই পতপত করে উড়ছে হররোজ 
প্রতিক চিহ্নের মতো আমাদের হৃদয়ের ফ্রেমে 

আঘাত,তুমি বারেবারে জন্মের দাগ
আঘাত,তুমি অনিমেষ 19 মে

পুনশ্চঃ

শুনেছি তোমাকে ঘিরে মধ্যরাতে জ্যোনাকিরা নামে নিজেদেরকে মিলিয়ে নিতে
রূপার্তের অমোঘ পিরিতে
(19 মে'র লেখা) 

Post a Comment

নবীনতর পূর্বতন