লিখতে বসলে কত কথাই মনে পড়ে
শব্দকে গুছিয়ে বাগে আনা আমার কম্মো না
একটিই বাক্য দেখতে পাই
কয়েকটি শব্দ জমাট বাঁধে
শুনতে পাই
আমার স্বপ্নের মাঝখানে
অভ্রংলেহী উচ্চতা ছুঁয়ে নেমে আসে মন্দ্রিত স্বর
তরঙ্গের মাথায়
উড়াল পাখীর ডানায়
বাতাসের ফিস ফিস বলে ভালোবাসি।
তোমার দেশ থেকে আমার দেশ
ক্রমশ কালাতিক্রান্ত হয়ে জেগে ওঠে
' অভ্র ' " ভাষা হোক উন্মুক্ত "
(উন্মুক্ত)
সুন্দর লেখা । খুব ভালো লাগলো ।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন