পাখিপাঠ

বিভাবসু 

(পক্ষীবিদ সালিম আলি-কে উৎসর্গিত) 


প্রস্তাবনা: 


রাত্রির প্রতিটি যামে তারা জেগে ওঠে 

অদ্ভুত সচেতনতা সেসব জেগে ওঠায় 

আমাদের জীবনের প্রেক্ষাপটে সুরেলা অবগাহন 

কী বাঙ্ময়প্রবাহ 


তবু অজ্ঞান প্রেম রেখেছে পিঞ্জরে পুড়ে 

কতকত ডানা ঝাপটানি 

কতকত উড়ান সম্ভাবনা 

তোমাদের স্বর্গীয় ভোরগুলো কারা ডেকে আনে? 

আর তোমাদের দিনশেষের পাপের জন্য কারা রুদালি গায়? 

তবু হে অন্ধজন! 

খাঁচায় খাঁচায় পাখিরা সওদা হয় 


পাখিকে আটকে রেখে 

তুমি কি স্বাধীন হতে পেরেছো? 


পাখিদের অভিশাপে 

তুমিও ক্রীতদাস জেনো 


০৭.০৬.২০



পাখিপাঠ : প্রথম ভাগ 


১. প-এ পাখি পথ 

২. পাখি সব, পাখি রব, পাখি পাখি ভোর 

৩. যদি পাখি হই তবে ইগল 

৪. দৃষ্টির প্রখরতা প্রসঙ্গে শ্যেন 

৫. পাখির চোখে তীক্ষ্ণ নিশানা 

৬. ডানা মানে সীমানা ভাঙার প্রথম পাঠ 

৭. পালক মানে কঠিন্য ও নমনীয়তার সহাবস্থান 

৮. চঞ্চু মানে খাদ্য ও নিরাপত্তা 

৯. নখর মানে হিংস্রতায় জড়ানো জীবন 

১০. পাখিপৃথিবী মানে রঙের মেহফিল 

১১. কিচিরমিচির মানে সন্ধিক্ষণের ঘোষণা 

১২. উড়ান মানে মুক্তি 

১৩. শিসধ্বনিতে গোপন মিলন 

১৪. পাখি সুযোগ পেলেই ফুরুৎ 

১৫. পাখি শুধু পাকা পেঁপেই খায় না 

১৬. খাঁচাটা সাধারণত কাঁচা বাঁশেরই হয়ে থাকে

১৭. পাখিরাই প্রকৃত কৃষক 

১৮. পরমহংসপথ মানে পাখিদের পরিযায়ী উড়ান 

১৯. তোর মুকুটে একটার পর একটা বর্ণময় পালক জুড়ছে 

২০. আমার ভেতরে এক ছটফটে পাখি আছে

Post a Comment

নবীনতর পূর্বতন